ভিডিও গেম খেলা, ভিডিও এডিটিং কিংবা ক্রিপ্টোকারেন্সি মাইনিং এর জন্য গ্রাফিক্স কার্ড অবশ্যই প্রয়োজনীয় এবং উপকারী। কিন্তু আপনি কি জানেন যে আপনি অবসরে আপনার AMD Radeon অথবা Nvidia গ্রাফিক্স কার্ডটি করোনার মতো জটিল রোগের গবেষণায় ব্যবহার করতে পারেন?
Folding@Home হচ্ছে একটি ডিস্ট্রিবিউটেড কম্পিউটিং প্রজেক্ট যা ২০০০ সালের অক্টোবরে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয়। প্রজেক্টটি নির্দিষ্টভাবে রোগব্যধি নিয়ে গবেষণার জন্য ডিজাইন করা হয়। এটি ঐতিহাসিকভাবেই ক্যান্সার, এএলসি (Amyotrophic Lateral Sclerosis), পারকিনসন, হান্টিংটনসহ অন্যান্য রোগের গবেষণার লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত হয়।
তাদের তৈরি সফটওয়্যারটি বিশ্বের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা কম্পিউটারের সিপিইউ এবং জিপিইউ (বা গ্রাফিক্স কার্ড) ব্যবহার করে ভাইরাসের প্রোটিন ফোল্ডিং এবং কম্পিউটারভিত্তিক ঔষধ ডিজাইনকে সিমুলেট করে থাকে।
সহজভাবে বললে, Folding@Home প্রজেক্ট কম্পিউটার সিমুলেশনের মাধ্যমে প্রোটিনের গতিশীল অংশ বুঝতে চেষ্টা করে থাকে। একবার বিজ্ঞানীরা কোনো ভাইরাসের ভেতরের প্রোটিনের নাড়িনক্ষত্র বুঝে ফেলতে পারলে তার প্রতিষেধক আবিষ্কার অনেকটাই সহজ হয়ে যায়।
কিন্তু এই ধরনের সিমুলেশনের জন্য অনেক বেশি কম্পিউটেশনাল পাওয়ারের প্রয়োজন হয়। তাই Folding@Home টিম চায় সারা বিশ্বের মানুষ যেন তাদের কম্পিউটারকে অবসরে করোনার মত ভাইরাসের বিরুদ্ধে গবেষণার জন্য কাজে লাগায়।
Folding@Home এর ডিরেক্টর Greg Bowman বলেন,
"ভাইরাসদেরও প্রোটিন রয়েছে এবং তারা এর মাধ্যমে আমাদের রোগপ্রতিরোধ ক্ষমতাকে নষ্ট করে এবং বংশবৃদ্ধি করে থাকে। করোনার বিরুদ্ধে লড়তে ভাইরাসটির প্রোটিন কিভাবে কাজ করে এবং কিভাবে তাদের রুখতে আমরা প্রতিষেধক তৈরি করতে পারি তা বুঝতে হবে।"
আপনি যদি গ্রাফিক্স কার্ড রয়েছে এমন একটি উইন্ডোজ, ম্যাকওএস বা লিনাক্স পিসির মালিক হন, তবে আপনি অবসরে আপনার জিপিইউর পাওয়ার দান করে বিশ্বজুড়ে করোনার বিরুদ্ধে হাজার হাজার মানুষের দলে যোগ দিতে পারেন। এর জন্য প্রজেক্টটির ওয়েবসাইট থেকে আপনার ওএস উপযোগী সফটওয়্যারটি ডাউনলোড করতে হবে এবং নির্দেশনা অনুযায়ী সেটাপ করতে হবে।