Install Avro (ibus-avro) in Linux
Debian/Ubuntu এর ক্ষেত্রে
ibus-avro
লিখে সার্চ দিয়ে ইন্সটল করা যায়।
টার্মিনালে ইন্সটল করতে চাইলে নিচের কমান্ড ইউজ করতে হবে:sudo apt-get install ibus-avro
ibus-avro
প্যাকেজটি আছে:- Ubuntu 16.04 LTS (Xenial Xerus) [backports]
- Ubuntu 18.04 LTS (Bionic Beaver) [backports]
- Ubuntu 20.04 LTS (Focal Fossa)
- Ubuntu 20.10 (Groovy Gorilla)
- Ubuntu 21.04 (Hirsute Hippo)
- Debian 11 (Bullseye)
- Debian Unstable (Sid)
Arch/Manjaro এর ক্ষেত্রে:
yay -S ibus-avro-git
অথবা Pamac-GUI ইন্সটল করা থাকলে Preference থেকে AUR এনাবল করে ibus-avro-git
লিখে সার্চ করলেই প্যাকেজটি
পাওয়া যাবে এবং ইন্সটল করা যাবে। এটি একটি কমিউনিটি মেইনটেইনড প্যাকেজ।
ইন্সটলের পরের ধাপ (Post-installation Setup)
- Panel থেকে IBus Preferences ওপেন করুন। এরপরে হোম (~) ডিরেক্টরিতে থাকা (hidden)
.bashrc
অথবা/এবং.zshrc
এ ফাইলগুলো থাকলে এ ফাইলগুলোর একদম শেষে নিচের তিনটি লাইন যোগ করে ফাইল সেভ করুন।export GTK_IM_MODULE=ibus export XMODIFIERS=@im=ibus export QT_IM_MODULE=ibus
-
এবার IBus Preferences এর উইন্ডোতে Input Method ট্যাবে বাম পাশে Add এ ক্লিক করে (একদম নিচে) ... > Bangla > Avro Phonetic সিলেক্ট করে Add করুন।
- এবার Bangla - Avro Phonetic এ ক্লিক করে Preference এ ক্লিক করুন এবং Preview Window ডিসেবল করে দিন।
- এবার পিসি রিস্টার্ট করুন। এডভান্সড ইউজারদের ক্ষেত্রে রিস্টার্টের প্রয়োজন না-ও হতে পারে।
এবার টেস্টিং এর পালা (Let's Test)
ibus-daemon -dx