![]() |
Image from omgubuntu.co.uk |
উপরে যে স্ক্রিনশটটি দেখতে পাচ্ছেন তা উইন্ডোজ সেভেনের না। এটি হচ্ছে লিনাক্স মিন্টের জন্য উইন্ডোজ 7 থিম!
ইন্টারেস্টিং তাই না?
যেহেতু উইন্ডোজ 7 এর অফিসিয়াল সাপোর্ট শেষ হয়ে এসেছে, তাই এখনই এ ধরনের টিউটোরিয়াল শেয়ার করার উপযুক্ত সময়। 😉 উইন্ডোজ 7 এর অফিশিয়াল সাপোর্ট শেষ হওয়ার পর করণীয় সম্পর্কিত পোস্টটি আগে পড়ে ফেলুন।
তাহলে শুরু করা যাক!
Make Linux Mint Look Like Windows 7
B00merang Project এর তৈরি একটি থিম রয়েছে যা অনেকটাই উইন্ডোজ 7 এর মত দেখতে এবং লিনাক্স মিন্টের Cinnamon ডেক্সটপ এনভাইরনমেন্টের সাথে ভালোভাবে খাপ খায়।
(এই থিমটি অন্যান্য ডেস্কটপ এনভায়রনমেন্টেও কাজ করতে পারে। তবে কিছু কাস্টোমাইজেশনের প্রয়োজন হতে পারে।)
ডাউনলোড করুন Windows 7 GTK Theme
ধরে নিচ্ছি, আপনি লিনাক্স মিন্টের লেটেস্ট ভার্শন কিংবা মোটামুটি লেটেস্ট ভার্শন চালাচ্ছেন (অথবা অন্য কোনো ডিস্ট্রো যাতে সিনামন ডেস্কটপ এনভাইরনমেন্ট ইন্সটল করা আছে)। এখন -- এখান থেকে লিনাক্স মিন্টের জন্য উইন্ডোজ 7 জিটিকে থিমটি ডাউনলোড করে নিন।
- জিপ (.zip) ফাইলটি ডাউনলোড হলে নতুন একটি ফোল্ডারে জিপের ভেতরের ফাইলগুলো এক্সট্রাক্ট করুন।
- Home ডিরেক্টরি (অধিকাংশ ডিস্ট্রোতে /home)-তে গিয়ে .themes ফোল্ডারটি খুঁজে বের করুন। ফোল্ডারটি হিডেন, তাই ctrl + h চেপে আনহাইড করুন।
- এবার যে নতুন ফোল্ডারে থিমটি এক্সট্রাক্ট করেছিলেন তা .themes ফোল্ডারে কপি করুন।
- এরপর মিন্ট মেনু (উইন্ডোজে যেমন স্ট্রার্ট মেনু থাকে সেরকম স্ক্রিনের নিচে বামদিকে) থেকে Themes লিখে সার্চ দিন এবং ওপেন করুন।
- এবার Themes এর উইন্ডোতে Windows 7 GTK theme-টি Window borders, Controls এবং Desktop-এর জন্য সিলেক্ট করুন।
ব্যস, থিম চেঞ্জ হয়ে গেল। এবার আইকন চেঞ্জ করার পালা!
ডাউনলোড করুন Windows 7 Icon Pack
- Boomerang project এর এই আইকন প্যাকটি ডাউনলোড করুন।
- এবার আগের মতই জিপ ফাইলটি এক্সট্রাক্ট করে নতুন ফোল্ডারটি Home ডিরেক্টরিতে .icons (হিডেন) ফোল্ডারে পেস্ট করুন।
- এবারও আগের মতই মিন্ট মেনু থেকে Themes ওপেন করে Icons থেকে উইন্ডোজ 7 এর আইকন প্যাকটি সিলেক্ট করুন।
স্টার্ট মেনু কাস্টোমাইজেশন
চলেন স্টার্ট মেনু (panel) এর দিকে নজর দিই।- Panel (টাস্কবার)-এ রাইট ক্লিক করে Add Applets-এ ক্লিক করুন।
- Download ট্যাবে গিয়ে Start Menu লিখে সার্চ করুন এবং ইন্সটল করুন।
- CinnVIIStarkMenu এর জন্য থাকা ইন্সটল বাটনে ক্লিক করুন।
- Manage সেকশনে ফিরে যান এবং applet-টি এড করুন।
- Panel Edit মোড ব্যবহার করে ঠিক করে নিন কোথায় স্টার্ট মেনুটি থাকবে। কাজ শেষে মনে করে Panel Edit মোডটি অফ করে নিন। অন্যথায় স্টার্ট মেনু রেসপন্ড করবে না আর আপনি হয়তো ভাববেন কি উল্টা পাল্টা করলাম, ধুর!
ওয়ালপেপার সেটিং
এবার ফাইনালি উইন্ডোজ 7 ফিল আনতে উইন্ডোজ 7 এর ওয়ালপেপার ডাউনলোড করা যাক।- ইমেজটি ওয়ালপেপার হিসেবে সেট করার জন্য ফাইল ম্যানেজার থেকে ইমেজ ফাইলটির উপর রাইট ক্লিক করে Set as Background-এ ক্লিক করলেই কাজ শেষ।
হয়ে গেল Windows 7 এর থেকেও সিকিউর এবং আপডেটেড Windows 7, যদিও আদতে এটা Linux Mint!
RELATED SEARCHES
windows 7 theme for linux mint 19ubuntu 18.04 windows 7 theme
win 2 7
linux mint themes
make linux mint 19 look like windows 7
windows 7 transformation pack for ubuntu
lubuntu windows 7 theme
kali linux transformation pack for windows 7
লিনাক্সকে বানান উইন্ডোজের মত
উইন্ডোজ 7 থিম লিনাক্সের জন্য