পিসিতে বাংলা লেখার জন্য অভ্র জুড়ি নেই। প্রচলিত ফিক্সড লে-আউট (যেমন: বিজয়) এর উপর ভিত্তি করে টাইপিং করার চাইতে ফোনেটিক
টাইপিং মেথড নরমাল ইউজারদের জন্য অনেক বেশি সুবিধাজনক। উইন্ডোজে অভ্র (Avro) ইন্সটল করার চাইতে লিনাক্সে ইন্সটল করার ধরন
কিছুটা ভিন্ন। চলুন, তা নিয়েই আলোচনা করা যাক...
Install Avro (ibus-avro) in Linux
একেক লিনাক্স ডিস্ট্রিবিউশনে প্যাকেজ ইন্সটল করার কমান্ড একেকরকম। উবুন্টু (Ubuntu) ও ডেবিয়ান (Debian) বেসড
ডিস্ট্রোগুলোর ক্ষেত্রে আগে আলাদা সোর্স থেকে .deb ফাইল ডাউনলোড করে ইন্সটল করতে হতো। এখন তাদের অফিশিয়াল
রেপোজিটরি থেকে সহজেই ইন্সটল করা যায়। আর আর্চ (Arch) বেসড ডিস্ট্রোর ক্ষেত্রে AUR থেকে সহজে ইন্সটল করা
যায়।
Debian/Ubuntu এর ক্ষেত্রে
Software Center (বা এরকম GUI এপ্লিকেশন) থেকে
ibus-avro
লিখে সার্চ দিয়ে ইন্সটল করা যায়।
টার্মিনালে ইন্সটল করতে চাইলে নিচের কমান্ড ইউজ করতে হবে:sudo apt-get install ibus-avro
পোস্টটি লেখার সময় নিচের ডিস্ট্রোগুলোর অফিশিয়াল রেপোজিটরিতে
ibus-avro
প্যাকেজটি আছে:- Ubuntu 16.04 LTS (Xenial Xerus) [backports]
- Ubuntu 18.04 LTS (Bionic Beaver) [backports]
- Ubuntu 20.04 LTS (Focal Fossa)
- Ubuntu 20.10 (Groovy Gorilla)
- Ubuntu 21.04 (Hirsute Hippo)
- Debian 11 (Bullseye)
- Debian Unstable (Sid)
Arch/Manjaro এর ক্ষেত্রে:
সরাসরি নিচের কমান্ডটির মাধ্যমে ইন্সটল করুন (Arch এর ক্ষেত্রে পূর্বে yay ইন্সটল করা থাকতে হবে):
yay -S ibus-avro-git
অথবা Pamac-GUI ইন্সটল করা থাকলে Preference থেকে AUR এনাবল করে ibus-avro-git
লিখে সার্চ করলেই প্যাকেজটি
পাওয়া যাবে এবং ইন্সটল করা যাবে। এটি একটি কমিউনিটি মেইনটেইনড প্যাকেজ।
ইন্সটলের পরের ধাপ (Post-installation Setup)
- Panel থেকে IBus Preferences ওপেন করুন। এরপরে হোম (~) ডিরেক্টরিতে থাকা (hidden)
.bashrc
অথবা/এবং.zshrc
এ ফাইলগুলো থাকলে এ ফাইলগুলোর একদম শেষে নিচের তিনটি লাইন যোগ করে ফাইল সেভ করুন।export GTK_IM_MODULE=ibus export XMODIFIERS=@im=ibus export QT_IM_MODULE=ibus
-
এবার IBus Preferences এর উইন্ডোতে Input Method ট্যাবে বাম পাশে Add এ ক্লিক করে (একদম নিচে) ... > Bangla > Avro Phonetic সিলেক্ট করে Add করুন।
- এবার Bangla - Avro Phonetic এ ক্লিক করে Preference এ ক্লিক করুন এবং Preview Window ডিসেবল করে দিন।
- এবার পিসি রিস্টার্ট করুন। এডভান্সড ইউজারদের ক্ষেত্রে রিস্টার্টের প্রয়োজন না-ও হতে পারে।
এবার টেস্টিং এর পালা (Let's Test)
প্রথমে চেক করুন নিচের প্যানেলে (Task Bar) IBus এর আইকন আছে কিনা (নীল অক্ষরে EN লেখা, ইংলিশ মোডে আছে বুঝাতে)। না
থাকলে টার্মিনাল থেকে নিচের কমান্ড দিয়ে চালু করে নিন।
ibus-daemon -dx
এবার Super Key (Windows Key) + Spacebar চেপে অভ্র মোড চালু করুন। প্যানেলে EN এর স্থলে অভ্রর আইকন দেখা
যাবে। এবার firefox, chromium বা কোন ব্রাউজারে বাংলা লেখার চেষ্টা করুন।
ব্রাউজারে লিখতে বলা কারণ এই যে, কোনো কোনো এপ্লিকেশনে অভ্র দিয়ে লিখতে গেলে শুধু ইংরেজি লেখা আছে। সেসব এপের জন্য
আলাদাভাবে কিছু কাজ করা লাগে।